উদ্দেশ্য-সুমাইয়া তানজিল
গোধূলির লাল আভা চারিদিকে ছড়িয়ে পড়েছে। আকাশটা মনে হয় আজ একটু বেশিই সুন্দর। চারিদিকে পাখিরা তাদের নীড়ে ফিরছে। তাদের সমস্ত দিনের ক্লান্তি শেষে এখন তাদের বাড়ি ফেরার সময়। কতো পাখির বাসায় ছোট ছোট বাচ্চারা অপেক্ষা করছে তাদের মায়ের জন্য। অবশেষ সব কিছুর অবসান ঘটিয়ে তারা ফিরে যাচ্ছে নিজ বাসাতে। চারিদিকে কুঁয়াশা ঘনিয়ে এসেছে। ঝিঁঝি পোকার […]